ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আন্দোলনের সময় সারজিসকে কি অফার দিয়েছিল আওয়ামী লীগ?

২০২৪ ডিসেম্বর ০৭ ০৭:৩৩:৩২
আন্দোলনের সময় সারজিসকে কি অফার দিয়েছিল আওয়ামী লীগ?

ডুয়া নিউজ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম কোটা আন্দোলন চলাকালীন সময়ে আওয়ামী লীগ থেকে সারজিস ও তাঁর পরিবারকে কি অফার দেওয়া হয়েছিল, তা নিয়ে এবার বেসরকারী একটি টেলিভিশনে সাক্ষাতকারে বিস্তারিত বলেছেন।

সারজিস আলম বলেন, আওয়ামী লীগ ওই সময়ে পতন ঠেকানোর জন্য যেকোন কিছু অফার করতে রেডি ছিল। আপনি টাকার যে অঙ্ক বসাতেন ওরা সেটি আপনাকে দিয়ে দিত। যেকোন কিছু দিতে প্রস্তুত ছিল আওয়ামী লীগ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এ সমন্বয়ক আওয়ামী লীগের অসংখ্য প্রস্তাবের কথা উল্লেখ করে বলেন, যখন এক দফা ঘোষণা করা হবে তার আগে সারজিসের পরিবারের কাছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে জাহাঙ্গীর কবির নানক থেকে শুরু করে ওবায়দুল কাদের তাঁরা সবাই একসাথে বসে, সেখান থেকে সারজিসের বাবাকে ফোন করেন। শুধুমাত্র শেখ হাসিনা বাদে আওয়ামী লীগের বাকি সব নেতারা ফোন করে বলেছেন, সারজিস যেভাবে চায় সেভাবে হবে। টাকা কোন ইস্যু না, ক্ষমতা কোন ইস্যু না,আসন কোন বিষয় না, যা চায় সব দেওয়া হবে। শুধু সারজিসের যারা কাছের তাঁদের নিয়ে গণভবনে যেতে হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে