ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ড. ইউনূসের নোবেল নিয়ে যে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের স্পিকারের

২০২৪ ডিসেম্বর ০৭ ০৭:২৬:৫৩
ড. ইউনূসের নোবেল নিয়ে যে মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের স্পিকারের

ডুয়া নিউজ: অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নোবেলজয় নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের স্পীকার বিমান ব্যানার্জি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, পশ্চিমবঙ্গের স্পীকার ড.ইউনূসের নোবেল জয়কে হেয় করে কথা বলেছেন।

ভিডিওতে তিনি বলেছেন, শান্তির জন্য যে মানুষটাকে নোবেল দেয়া হয়েছিল তিনি তার নিজের দেশেই শান্তি শৃঙ্খলার বজায় রাখতে চূড়ান্ত ব্যর্থ। তিনি কি আদৌ সেসব কিছু করতে পারছেন?

তার মতে, নোবেল পুরস্কার কেড়ে নেয়া হবে কিনা তা নিয়ে আমি কোনো মতামত দিতে চাই না। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি বাংলাদেশের এই ঘটনার পর এ রকম একটা মানুষকে কেন নোবেল দেয়া হয়েছিল সেটাই প্রশ্ন।

বিমান ব্যানার্জির দাবি, পশ্চিমবঙ্গের মানুষকে খুব ভালোবাসতেন ওপার বাংলার মানুষেরা। আমি নিজে ওখানে গিয়েছি কারণ আমার পরিবারের লোকরা ওখানে বসবাস করে। কিছু মৌলবাদী লোক ইচ্ছাকৃতভাবে এই বিশৃঙ্খলা তৈরি করছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে