ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাজধানীতে স্বস্তির নতুন ঠিকানা: ঢাকা জেলা প্রশাসনের 'জনতার বাজার'

২০২৫ জানুয়ারি ০৫ ০৮:০২:৩৮
রাজধানীতে স্বস্তির নতুন ঠিকানা: ঢাকা জেলা প্রশাসনের 'জনতার বাজার'

ডুয়া নিউজ: ঢাকায় ক্রেতাদের জন্য একটি নতুন উপহার হিসেবে আসছে ‘জনতার বাজার’। নিত্যপণ্যের চড়া দামে ক্রেতাদের সৃষ্ট অসুবিধা লাঘব করতে এই উদ্যোগ গ্রহণ করছে ঢাকা জেলা প্রশাসন। আগামী ১ ফেব্রুয়ারি থেকে রাজধানীর ছয় স্থানে চালু হবে এই বাজার, যেখানে চাল, ডাল, সবজি, মাছ, মাংসসহ প্রায় সকল ধরনের খাদ্যপণ্য সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে।

শনিবার মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় জাকের ডেইরি ফার্ম সংলগ্ন সরকারি মাঠে এক মতবিনিময় সভায় ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ এই তথ্য জানান।

তিনি বলেন, কিছু সময় ধরে ক্রেতাদের অভিযোগ ছিল যে, কৃষকদের কাছ থেকে ভোক্তা পর্যায়ে পণ্য আসার মধ্যে বেশ কিছু মধ্যস্বত্বভোগী হস্তক্ষেপ করেন। যার ফলে পণ্যের দাম বৃদ্ধি পায়। এই বাজারের মাধ্যমে সচরাচর কৃষক ও ভোক্তাদের মাঝে সরাসরি সংযোগ স্থাপন করা হবে, যা বাজার নিয়ন্ত্রণে সাহায্য করবে।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা ঢাক জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাজারের নিরাপত্তা, পণ্যের পরিমাণ এবং সরবরাহ নিশ্চিত করার জন্য প্রশাসনকে কঠোর নজর রাখতে হবে। বর্তমান বাজার পরিস্থিতি বিরোধী ব্যবসায়ীদের কার্যকলাপের কারণে ক্রেতাদের ওপর চাপ বাড়িয়ে দিয়েছে। সরাসরি উৎপাদক এবং আমদানিকারকদের কাছ থেকে পণ্য এনে বিক্রি করা হলে এ ধরনের সমস্যাগুলি দূর হবে।

জনতার বাজারে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য বিক্রি হবে এবং ব্যাপারটি পূর্বের অভিজ্ঞতার আলোকে ঢাকায় বাজার বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। যদিও প্রথমে মাঠে অবকাঠামো তৈরি সম্পন্ন হয়নি, তবে জেলা প্রশাসক আশ্বাস দিয়েছেন জানুয়ারি মাসের মধ্যেই সব কাজ শেষ হবে।

এছাড়া, ক্রেতারা নির্ধারিত মূল্য তালিকা অনুসরণ করে পণ্য কিনতে পারবেন এবং ডিজিটাল পদ্ধতিতে টাকা পরিশোধ করে একটি কোড পেয়ে পণ্য গ্রহণ করবেন। এসব বাজারের মাধ্যমে সাশ্রয়ী দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে।

ঢাকায় জনতার বাজারের শুরু নিয়ে স্থানীয় জনগণের মধ্যে আশাবাদ ও উচ্চাশা বিরাজ করছে। বাজারের কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার জন্য প্রশাসনের প্রতি তারা অনুরোধ জানান। তারা বর্তমান জেলা প্রশাসকের উদ্যোগ ও সততারও ভূয়শী প্রশংসা করেন।

উল্লেখ্য, ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে