ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

৪ শিক্ষাবোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ

২০২৫ জানুয়ারি ০৪ ২১:৫৩:৩৮
৪ শিক্ষাবোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ

ডুয়া নিউজ: একযোগে চার শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকে সরানোর পর এবার নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। আজ শনিবার (০৪ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ বিভাগের এক প্রজ্ঞাপনে একযোগে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও যশোর শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান পদায়ন দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ময়মনসিংহ বোর্ডে অধ্যাপক মো. শহীদুল্লাহ, সিলেট বোর্ডে মো. অধ্যাপক শামছুল ইসলাম, যশোর বোর্ডে অধ্যাপক খোন্দকার কামাল হাসান ও রাজশাহী বোর্ডে অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলামকে চেয়ারম্যান হিসেবে নতুন পদায়ন দেয়া হয়েছে।

এর আগে গত ১ জানুয়ারি এই চার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে দায়িত্ব থেকে সরিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। তারা হলেন, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবু তাহের, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. নিজামুল করিম, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলিউর রহমান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে