ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে লাগবে অভিভাবকের অনুমতি

২০২৫ জানুয়ারি ০৪ ২১:২৬:৫৫
কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে লাগবে অভিভাবকের অনুমতি

ডুয়া ডেস্ক: ভারতের কেন্দ্রীয় সরকার শিশু ও অপ্রাপ্তবয়স্কদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। গতকাল শুক্রবার (০৩ জানুয়ারি) 'ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন, ২০২৩' নামক এই আইনটির খসড়া শুক্রবার প্রকাশিত হয়েছে।

এই খসড়ায় উল্লেখ করা হয়েছে যে, কেন্দ্রীয় সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু ও অপ্রাপ্তবয়স্কদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে চায়। এই উদ্দেশ্যে ১৮ বছরের কম বয়সী ব্যক্তিদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে তাদের বাবা-মা বা অতিরিক্ত অভিভাবকদের অনুমতির প্রয়োজন হবে।

বাবা-মায়ের অনুমতিসাপেক্ষে ১৮ বছরের নিচে নাগরিকদের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট খুললে কী সুবিধা এবং অসুবিধা হতে পারে সে বিষয়ে নাগরিকদের বক্তব্য জানতে চাওয়া হয়েছে। যে কেউ সরকারি ওয়েবসাইট ‘মাইগভ ডট ইন’-এ গিয়ে নিজেদের মতামত জানাতে পারবেন। ১৮ ফেব্রুয়ারির পর থেকে মতামত যাচাইও গ্রহণ করা হবে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খোলার আগে যে বাবা-মায়ের অনুমতি নেওয়া হয়েছে, তা নিশ্চিত হওয়া একটি বড় প্রশ্ন। খসড়া আইনে এ প্রসঙ্গে বলা হয়েছে, এক্ষেত্রে সরকারি পরিচয়পত্র বা আধার কার্ডের সাহায্য নেওয়া হবে। তবে শিক্ষা-প্রতিষ্ঠান এবং শিশুকল্যাণ সংস্থার ক্ষেত্রে কিছু নিয়মে ছাড় দেওয়া হবে।

খসড়ায় আরও উল্লেখ করা হয়েছে যে, যদি সমাজমাধ্যমে কারও ব্যক্তিগত তথ্য ছড়িয়ে পড়ে তবে ব্যবহারকারী সংশ্লিষ্ট সংস্থার কাছে সেই তথ্য মুছে দেওয়ার আবেদন জানাতে পারবেন এবং প্রয়োজন হলে কৈফিয়তও চাইতে পারবেন। তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা বৃদ্ধির জন্য খসড়া আইনে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া, যদি অনাকাঙ্ক্ষিতভাবে কোনও ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায়, তবে সংশ্লিষ্ট সংস্থার জন্য সর্বোচ্চ ২৫০ কোটি রুপি জরিমানার বিধানও রাখা হয়েছে।

সরকার সমাজমাধ্যম ব্যবহারের জন্য নতুন নিয়মাবলী প্রণয়ন করার পরিকল্পনা করেছে, যা প্রয়োগের জন্য একটি তথ্য সুরক্ষা বোর্ড গঠনের প্রস্তাব রেখেছে। এই বোর্ড তথ্য ফাঁসের ঘটনা তদন্ত করবে এবং পরিস্থিতি অনুযায়ী জরিমানা নির্ধারণ করবে। বর্তমানে সাধারণ নাগরিকদের মতামত ও সুবিধা-অসুবিধা বিবেচনা করা হবে এবং পরে এই খসড়া আইন সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে