ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

আগামী দু’দিন যমুনা রেলসেতু দিয়ে পূর্ণ গতিতে চলবে ট্রেন

২০২৫ জানুয়ারি ০৪ ২০:২৩:২৭
আগামী দু’দিন যমুনা রেলসেতু দিয়ে পূর্ণ গতিতে চলবে ট্রেন

ডুয়া নিউজ: দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষেযমুনা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় রেলওয়ে সেতুর ওপর দিয়ে পূর্ণ গতিতে ট্রেন চলাচল করতে যাচ্ছে। আগামীকাল রবিবার (৫ জানুয়ারি) ও পরদিন সোমবার (৬ জানুয়ারি) সকালে পরীক্ষামূলকভাবে দুটি ট্রেন সেতু পূর্ব থেকে পশ্চিম ও পশ্চিম থেকে পূর্ব পাড়ে চলাচল করবে।

আজ শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রেলওয়ে সেতুটির প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৬ নভেম্বর আমরা রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়েছে। সে সময় গতি ছিলো সর্বোচ্চ ৪০ কি.মি.। আগামীকাল পূর্ণ গতি দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হবে। আমরা মূলত আগামীকাল ও পরশুদিন সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়ে দেখব সেতু পূর্ণ গতিতে ট্রেন চালানোর জন্য প্রস্তুত কি না বা কোথাও কোনো সমস্যা ধরা পড়ে কি না। যদি না পড়ে তাহলে ভালো। আর যদি কোথাও আমাদের কাছে সমস্যার মনে হয় সেটি ঠিক করা হবে।

রেলওয়ে সেতুর পূর্ব পাড় থেকে একটি ও পশ্চিম পাড় থেকে আরেকটি ট্রেন অপর প্রান্তে যাতায়াত করবে বলে জানান তিনি। অর্থাৎ দুটি লাইনে দুটি আলাদা ট্রেন চলাচল করবে।

আল ফাত্তাহ বলেন, আগামীকাল আমরা উপস্থিত থেকে পরীক্ষা করব এবং পরদিন (সোমবার) রেলওয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন।

রেলওয়ে সেতু উদ্বোধনের ব্যাপারে তিনি বলেন, পরীক্ষামূলক ট্রেন চলাচল সফল হলে এরপর আমরা সকল কাগজপত্র জমা করব। সেই অনুযায়ী কর্তৃপক্ষ উদ্বোধনের সময় নির্ধারণ করবেন। সেটা আগামী মাসের (ফেব্রুয়ারি) মাঝামাঝি বা শেষের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে