ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

দেশের জাতিসংঘ পার্ক এখন ‘জুলাই স্মৃতি উদ্যান’

২০২৫ জানুয়ারি ০৩ ১৯:৪৭:৫৭
দেশের জাতিসংঘ পার্ক এখন ‘জুলাই স্মৃতি উদ্যান’

ডুয়া ডেস্ক: চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত জাতিসংঘ পার্কের নাম পরিবর্তন করে ‘জুলাই স্মৃতি উদ্যান’ রাখা হয়েছে। এটি জুলাই মাসে গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখার লক্ষ্যে নামকরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান উদ্ভোধন করেন।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘শহীদ ওয়াসিম আকরামের স্মরণে চট্টগ্রামে একটি উড়াল সেতু নির্মাণ এবং এখানে জুলাই স্মৃতি উদ্যান প্রতিষ্ঠা করা হয়েছে। আমাদের উদ্দেশ্য হলো, ভবিষ্যৎ প্রজন্ম যেন জুলাই-আগস্টের শহীদদের ত্যাগগুলো স্মরণ করতে পারে এবং কখনও যেন ফ্যাসিবাদের পুনরাবির্ভাব না ঘটে।’

এ সময় সিটি মেয়র শাহাদাত হোসেন, জেলা প্রশাসক ফরিদা খানম এবং প্রকল্প বাস্তবায়নকারী গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান খান জানান, পার্কটির সংস্কার কাজ তিন মাস আগে সম্পন্ন হয়েছে এবং এর নাম পরিবর্তনের জন্য গণপূর্ত মন্ত্রণালয় থেকে নির্দেশনা এসেছে।

২০১২ সালে জাতিসংঘ পার্কের অংশে সুইমিংপুল ও জিমনেশিয়াম নির্মাণ করা হয়। পরে ২০১৬ সালে এলিট পার্ক লিমিটেড নামের বেসরকারি প্রতিষ্ঠানকে পার্কটি ২৫ বছরের জন্য ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়, তবে তা বাস্তবায়িত হয়নি। ২০২০ সালে সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন প্রকল্পটির জন্য অনাপত্তিপত্র প্রদান করেন, পরে গণপূর্ত অধিদপ্তর পার্কটিকে সবুজ উদ্যান হিসাবে গড়ে তোলার কাজ শুরু করে।

এ প্রকল্পের জন্য ব্যয় হয়েছে ১২ কোটি ৬২ লাখ টাকা। যার মধ্যে সবুজ চত্বর, হাঁটার পথ, বৃক্ষরোপণ এবং শিশুদের জন্য খেলাধুলার সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে