ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

চীনে নতুন ভাইরাসের সংক্রমণে বাড়ছে উদ্বেগ

২০২৫ জানুয়ারি ০৩ ১৮:৫১:১৯
চীনে নতুন ভাইরাসের সংক্রমণে বাড়ছে উদ্বেগ

ডুয়া ডেস্ক: চীনে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের পাঁচ বছর পর নতুন একটি ভাইরাস ছড়িয়ে পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এই ভাইরাসটির নাম হিউম্যান মেটাপনিমোভাইরাস (এইচএমপিভি) এবং এটি দেশটিতে দ্রুত ছড়িয়ে পড়ছে।

স্থানীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট থেকে জানা যাচ্ছে, এই নতুন ভাইরাসের কারণে হাসপাতাল এবং শ্মশানগুলোর ওপর ব্যাপক চাপ পড়েছে। কিছু ব্যবহারকারী নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন যেখানে ইনফ্লুয়েঞ্জা এ, এইচএমপিভি, মাইকোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড-১৯ সহ একাধিক ভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এর ফলে চীনে জরুরি অবস্থা জারি করার দাবিও উঠেছে। যদিও এ বিষয়ে কোনো সরকারী সম্মতি পাওয়া যায়নি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, এইচএমপিভি ভাইরাসের লক্ষণ করোনার মতো হতে পারে এবং তারা এই পরিস্থিতিটি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। এক্স নামক সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মের একটি হ্যান্ডল থেকে বলা হয়েছে, চীন বর্তমানে ইনফ্লুয়েঞ্জা এ, এইচএমপিভি, মাইকোপ্লাজমা নিউমোনিয়া ও কোভিড-১৯-এর সম্মুখীন হচ্ছে, যেখানে হাসপাতালগুলোতে নিউমোনিয়া ও হোয়াইট লাংয়ে আক্রান্ত শিশুদের জন্য চাপ বাড়ছে।

এদিকে, বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চীনের রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গত শুক্রবার জানিয়েছে নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় তারা একটি ছোট আকারের পর্যবেক্ষণ ব্যবস্থা পরিচালনা করছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে