ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সিনেমার শুটিং

২০২৫ জানুয়ারি ০৩ ১৭:৩৫:৫১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সিনেমার শুটিং

ডুয়া ডেস্ক: সিনেমার শুটিং করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে। এতে ভোগান্তিতে পড়েন এখানে পড়তে আসা সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে এ লাইট বন্ধ করে শুটিং করতে দেখা যায়।

জানা গেছে, শুক্রবার ছুটির দিন বিকাল ৩ টায় গ্রন্থাগার চালুর কথা থাকলেও শিক্ষার্থীরা সেখানে গিয়ে দেখেন শুটিং চলছে। বহিরাগত লোকজনও চলাচল করছে। এরপর গ্রন্থাগার চালুর প্রায় পৌনে এক ঘণ্টা পর শেষ হয় সিনেমার শুটিং। এতে পড়তে আসা শিক্ষার্থীরা অন্ধকারে বিড়ম্বনায় পড়েন।

গ্রন্থাগারে পড়তে আসা এক শিক্ষার্থী জানান, লাইব্রেরিতে শুটিং হয়েছে। লাইব্রেরির খোলার প্রায় পৌনে এক ঘণ্টা পরও লাইট অফ করে রাখা হয়। আর শুটিংয়ের লোকজনের আনাগোনায় পড়াশোনার পরিবেশ ছিল না। একটা দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের লাইব্রেরি শুধু পড়ার জন্য ব্যবহার করা উচিত।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সাইফুল আলম গণমাধ্যমকে বলেন, প্রশাসনের অনুমতি নিয়েই একটা সিনেমার শুটিং হয়েছে। তবে তাদের লাইব্রেরি খোলার আগেই চলে যাওয়ার কথা, কিন্তু তারা যায়নি।

এছাড়াও বিভিন্ন সময় চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হয় গ্রন্থাগারে। সপ্তাহে দুই থেকে তিন দিনও থাকে পরীক্ষা। এতে গ্রন্থাগারে পড়তে আসা শিক্ষার্থীদের সমস্যায় পড়তে হয় শিক্ষার্থীরা অভিযোগ করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে