ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

সময়সীমা বাড়ল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের

২০২৫ জানুয়ারি ০২ ২২:৪৪:১৬
সময়সীমা বাড়ল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের

ডুয়া নিউজ: নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়িয়েছে সরকার। ফলে কমিশন প্রতিবেদন জমা দিতে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় পাবেন।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন কমিশনের মেয়াদ বাড়ানোর তথ্য জানানো হয়। পরে প্রজ্ঞাপনটি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অফিসিয়াল ফেইসবুক পেইজে প্রকাশ করা হয়।

অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কার উদ্যোগের অংশ হিসেবে ১১টি সংস্কার কমিশন গঠিত হয়, যার মধ্যে নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য কমিশনটি ৩ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারকে প্রধান করে আট সদস্যের একটি কমিশন গঠন করা হয়। তাদের ৯০ দিনের মধ্যে প্রতিবেদন তৈরির কথা ছিল, যার ফলে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত ছিল।

বর্তমানে কমিশনের মেয়াদ ১৫ দিন বৃদ্ধি করে সরকারের নতুন সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে