ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাবি-তে পোষ্য কোটা বাতিল

২০২৫ জানুয়ারি ০২ ২২:২৬:৫৪
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাবি-তে পোষ্য কোটা বাতিল

ডুয়া নিউজ: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে স্থায়ীভাবে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) রাত ৯টার দিকে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন এবং এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

অধ্যাপক সালেহ হাসান নকীব জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা আর থাকছে না। তবে তিনি একটি প্রক্রিয়ার মাধ্যমে এই পরিবর্তন বাস্তবায়নের কথাও উল্লেখ করেন।

এর আগে, বিভিন্ন দাবিতে সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন। এর ফলে প্রশাসন ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন দুই উপ-উপাচার্য এবং দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী।

বিশেষ প্রয়োজনেও কাউকে বের হতে বা প্রবেশ করতে দেওয়া হয়নি। ফলে আটকে থাকা ব্যক্তিরা খাবারও গ্রহণ করতে পারেননি, যা অনেকের জন্য ভোগান্তির সৃষ্টি করে।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন, পোষ্য কোটা বাতিল না হলে তারা রোববার থেকে সম্পূর্ণ শাটডাউনের ঘোষণা দেবেন।

উদ্ভূত পরিস্থিতিতে রাত ৯টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে উপাচার্য পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্তের কথা জানান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে