ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিএসএমএমইউ পরিচালকের কক্ষে তালা দিলেন আহতরা

২০২৫ জানুয়ারি ০২ ২২:০৩:১৮
বিএসএমএমইউ পরিচালকের কক্ষে তালা দিলেন আহতরা

ডুয়া নিউজ: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত চিকিৎসাধীন ব্যক্তিরা।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তারা প্রথমে শাহাবাগ মোড়ের সড়কে বিক্ষোভ শুরু করেন। পরে বিক্ষুব্ধরা সড়ক ত্যাগ করে হাসপাতালের ভিতরে গিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন।

বিক্ষুব্ধরা জানান, হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসাধীন আহতদের সঙ্গে বিভিন্ন সময় খারাপ আচরণ করেছে। যার ফলে তারা ক্ষুব্ধ। এ ক্ষোভের বহি:প্রকাশ করে তারা শাহাবাগ মোড়ে সড়ক অবরোধ করেন। যার ফলে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধদের শান্ত করার চেষ্টা করেন এবং হাসপাতাল পরিচালকের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে