ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জকসু’র নীতিমালা অনুমোদন, শিগগিরই নির্বাচনী রোডম্যাপ

২০২৫ জানুয়ারি ০২ ২২:০০:২৪
জকসু’র নীতিমালা অনুমোদন, শিগগিরই নির্বাচনী রোডম্যাপ

ডুয়া নিউজ: জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর নীতিমালার চূড়ান্ত খসড়া অনুমোদিত হয়েছে। এখন শিক্ষা মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির নির্দেশনা পেলে যেকোনো সময় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ৯৯তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেটের সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। তিনি বলেন, উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি আমার প্রথম সিন্ডিকেট সভা। আলহামদুলিল্লাহ, আমি সফলভাবে সব এজেন্ডা সমাধান করতে পেরেছি।

ড. রেজাউল করিম উল্লেখ করেন, আজ সভায় একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল জকসুর নীতিমালা। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ অনুযায়ী ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত কোনো বিধি নেই, তাই আজকের সিন্ডিকেটে অনুমোদিত নীতিমালা আইন উপদেষ্টা কাজের সঙ্গে আলোচনা করে মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির অনুমোদন পেলে এটি আইন হিসেবে গৃহীত হবে।

তিনি আরও বলেন, আশা করা যায় রাষ্ট্রপতির দপ্তর থেকে দ্রুত জকসু নীতিমালাটি অধ্যাদেশ আকারে পাস হবে এবং তখনই আমরা জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে সক্ষম হব।

সভায় শিক্ষার্থী শহীদ সাজিদকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং জুলাই মাসের অভ্যুত্থানে শহীদদের জন্য মাগফেরাত এবং আহতদের জন্য সুস্থতা কামনা করা হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে