ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

২০২৪ সালে টাকার মূল্য কমেছে ১২.৭২ শতাংশ

২০২৫ জানুয়ারি ০২ ২১:২২:৫৭
২০২৪ সালে টাকার মূল্য কমেছে ১২.৭২ শতাংশ

ডুয়া নিউজ: ২০২৪ সালে মার্কিন ডলারের বিনিময় হার ১২ টাকা বৃদ্ধি পাওয়ার ফলে স্থানীয় মুদ্রা টাকার মূল্য কমেছে ১২.৭২ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারিতে ১ ডলারের বিনিময় হার ছিল ১১০ টাকা, যা ৩১ ডিসেম্বরের মধ্যে বেড়ে ১২২ টাকা হয়েছে। এর ফলে ডলারের মূল্য ১২ টাকা বৃদ্ধি পেয়েছে এবং টাকার মান ১২.৭২ শতাংশ হ্রাস পেয়েছে।

বাংলাদেশ গত তিন বছর ধরে ডলারের সংকটে ভুগছে, যার ফলে দেশের বাজারে ডলারের দাম বেড়ে যাচ্ছে এবং টাকার মান কমছে। ব্যাংকগুলোও ক্রয় ও বিক্রয়ে ডলারের দাম ২ টাকা বাড়িয়েছে। ফলে টাকার মান আরও ২ টাকা হ্রাস পেয়েছে। এখন ব্যাংকগুলো আমদানি, ঋণ পরিশোধসহ অন্যান্য খাতে সর্বোচ্চ ১২২ টাকায় ডলার বিক্রি করবে।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি আশরাফ আহমেদ মন্তব্য করেছেন, ব্যাংকগুলোর এই সিদ্ধান্ত আমদানি ব্যয় বৃদ্ধি করবে এবং ফলে আমদানি করা পণ্যের দামও বাড়বে, কারণ আমদানি ব্যয় মেটাতে ব্যবসায়ীদের আরও বেশি অর্থের প্রয়োজন হবে।

মুদ্রাস্ফীতির প্রভাব নিয়ে কথা বলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সিনিয়র রিসার্চ ফেলো ড. তৌফিকুল ইসলাম খান। তিনি বলেন, ডলারের মূল্য দুই টাকা বৃদ্ধি পাওয়ার মানে হচ্ছে জিনিসপত্রের দাম অনিবার্যভাবে বাড়বে। আমদানি পণ্যের দাম বাড়ায় মূল্যস্ফীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে