ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

সরকারি দপ্তরে তদবির বন্ধে উপদেষ্টা নাহিদের উদ্যোগ

২০২৫ জানুয়ারি ০২ ২১:১৫:৩৫
সরকারি দপ্তরে তদবির বন্ধে উপদেষ্টা নাহিদের উদ্যোগ

ডুয়া নিউজ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম সরকারি দপ্তরে তদবির বন্ধের জন্য সচিবদের কাছে একটি আধা-সরকারি পত্র দিয়েছেন।

উপদেষ্টা পত্রে উল্লেখ করেন, কিছু অসাধু ব্যক্তি এবং গোষ্ঠী তার আত্মীয় পরিচয় বা নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে তদবির করছেন, যা দুঃখজনক এবং অনৈতিক। এই কার্যক্রম তার সুনাম ক্ষুণ্ন করছে।

নাহিদ ইসলাম জানান, তার স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে সুপারিশ সংবলিত আবেদন দেওয়া হচ্ছে, যা ইতিমধ্যে তার নজরে এসেছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করে বলেছেন, যদি কেউ তার নাম বা পরিচয় ব্যবহার করে কাজ উদ্ধারের চেষ্টা করেন, তাহলে সেটি বিবেচনায় না নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, যদি কোন প্রতিষ্ঠানে এ ধরনের তদবির বা তার স্বাক্ষর নকল করে আবেদন দাখিল করা হয়, তাহলে সেই তথ্য তাৎক্ষণিকভাবে তার একান্ত সচিব র. হ. ম. আলাওল কবিরকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

পত্রের শেষে উপদেষ্টা নাহিদ ইসলাম জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নের লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করার ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের সহযোগিতা প্রত্যাশা করেছেন এবং রাষ্ট্র সংস্কারের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের উপরও গুরুত্বারোপ করেছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে