ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঢাবির মার্কেটিং বিভাগ প্রতিষ্ঠার সপ্তাহব্যাপী সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান

২০২৪ ডিসেম্বর ০৬ ১৫:৪৮:১৮
ঢাবির মার্কেটিং বিভাগ প্রতিষ্ঠার সপ্তাহব্যাপী সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান

ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী সুবর্ণ জয়ন্তী উদযাপনের আয়োজন করা হয়েছে।

ঢাবি মার্কেটিং বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় সপ্তাহব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে গ্র্যান্ড র‌্যালী, ওপেনিং সিরেমনি, টি২০ ক্রিকেট ম্যাচ, ফুটবল, ব্যাডমিন্টন, একাডেমিক সিম্পোজিয়াম, ডিবেটিং, কেস কম্পিটিশন, চাকুরি মেলা এবং সাহিত্য ও কবিতার এবং গ্রান্ড রিইউনিয়ন।

এ বিষয়ে মার্কেটিং বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র সদস্য ড. মো. শরীফুল ইসলাম দুলু বলেন, আমরা মার্কেটিং বিভাগ প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উদযাপনের ব্যাপক প্রস্তুতি নিয়েছি। সপ্তাহব্যাপী অনুষ্ঠানগুলো জাকজমকপূর্ণভাবে আয়োজন করা হবে। অনুষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ডুয়া’র সদস্যদের আমন্ত্রণ জানানো হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে