ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা, অবরুদ্ধ ২ উপ-উপাচার্য

২০২৫ জানুয়ারি ০২ ১৮:১৬:৪৮
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা, অবরুদ্ধ ২ উপ-উপাচার্য

ডুয়া ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় ভিতরে অবস্থান করছেন বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য। পোষ্য কোটা বাতিল না করায় এ ভবনে তালা দেন তারা।

অবরুদ্ধ দুই উপ-উপাচার্য হলেন, অধ্যাপক ফরিদ উদ্দিন খান (শিক্ষা) এবং হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন (প্রশাসন)।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে এ ভবনে তালা দেয়া হয়। পরে ভবনের সামনে অবস্থান করেন শিক্ষার্থীরা।

এসময় ‘কোটা না মেধা? মেধা মেধা’ ‘পোষ্য কোটা বাতিল করো, মেধাবীদের যাচাই করো’ এমন শ্লোগান দেন শিক্ষার্থীরা।

এসময় সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, একটি যৌক্তিক সংস্কার করতে গিয়ে সরকার পরিবর্তন হয়ে গেল কিন্তু কোনো প্রকার কোটার সংস্কার তো হলোই না বরং একটা অযৌক্তিক, একটা পরিবারতন্ত্র এখনো রাবিতে বিদ্যামান রয়েছে। আমরা ৭ দিনের আল্টিমেটাম দিয়েছিলাম সে সময় শেষ। রাবি কর্তৃপক্ষ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারে কিন্তু রাবির মেধাবী শিক্ষার্থীরা তা করবে না ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত না পোষ্য কোটা বাতিল না করা হবে, ততক্ষণ পর্যন্ত প্রশাসনিক ভবনে কেউ ঢুকতে বা বের হতে পারবেন না।

উল্লেখ্য, গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ভর্তি কমিটির জরুরি সভায় কোটার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। এরপর সমন্বয়কদের পক্ষ থেকে তালা দেয়ার আলটিমেটাম দেয়া হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে