ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করতে বাংলাদেশিদের প্রবেশ, অভিযোগ মমতার

২০২৫ জানুয়ারি ০২ ১৬:৫৮:৫৭
পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করতে বাংলাদেশিদের প্রবেশ, অভিযোগ মমতার

ডুয়া নিউজ: পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করার জন্য ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক নিয়োজিত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মাধ্যমে বাংলাদেশিদের অনুপ্রবেশে মদত দেওয়ার অভিযোগ তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

তিনি এই ঘটনার জন্য কেন্দ্রীয় সরকারের পরিচালিত পরিকল্পনাকে ‘‘জঘন্য নীলনকশা’’ হিসেবে অভিহিত করেছেন।

মমতা বন্দোপাধ্যায় অভিযোগ করেছেন, বিএসএফ শুধু বাংলাদেশিদের প্রবেশে অনুমতি দিচ্ছে না, বরং নারীদের ওপর নির্যাতনও চালাচ্ছে। তিনি বলেন, ‘‘বিএসএফ বিভিন্ন এলাকা থেকে বাংলায় অনুপ্রবেশের অনুমতি দিচ্ছে এবং নারীদের ওপর নির্যাতন করছে। এই ধরনের অভিযোগের জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করা হলে আমি বলবো, সেই দায়িত্ব বিএসএফের।’’

তাঁর এই বক্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের পর এসেছে, যেখানে শাহ উল্লেখ করেছেন, ‘‘বাংলাদেশ থেকে অনুপ্রবেশ’’ পশ্চিমবঙ্গের শান্তি নষ্ট করছে। মমতা বন্দোপাধ্যায় বলেছেন, রাজ্য পুলিশের মহাপরিচালককে (ডিজিপি) এই ব্যাপারে তদন্তের নির্দেশ দেবেন এবং বিএসএফের অনুপ্রবেশের অনুমতি দেওয়ার সুযোগ খুঁজে বের করার জন্য বলবেন।

তিনি জানিয়েছেন, ‘‘পুলিশের কাছে সমস্ত তথ্য আছে এবং কেন্দ্রের কাছেও রয়েছে। আমি কেন্দ্রে এই বিষয়ে একটি কড়া চিঠি লিখব।’’ মমতা বলেছেন, প্রতিবেশী বাংলাদেশে শান্তির জন্য তার আকাঙ্ক্ষা বিদ্যমান, তবে তিনি অভিযোগ করেছেন যে বিএসএফের মাধ্যমে দেশী গুন্ডাদের অনুপ্রবেশ করা হচ্ছে।

অপরদিকে, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বিজেপির পক্ষ থেকে মন্তব্য করেন, পশ্চিমবঙ্গ বাংলাদেশি অনুপ্রবেশের এক আঁতুড়ঘর হয়ে উঠেছে। তিনি উল্লেখ করেছেন, ‘‘মমতা বন্দোপাধ্যায় সবকিছু ভোটের লোভে করছেন এবং বাংলাকে বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গাদের প্রবেশদ্বারে পরিণত করছেন।’’

ভারত-বাংলাদেশ সীমান্ত দীর্ঘ ৪ হাজার ৯৬ কিলোমিটার, যার বেশিরভাগই উন্মুক্ত ও নদীবেষ্টিত। এখানে প্রতিনিয়ত পণ্য ও অন্যান্য সামগ্রীর চোরাচালান ও অনুপ্রবেশের ঘটনা ঘটে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে