ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

২৪’র গণঅভ্যুত্থানের ছবি-ভিডিও চেয়েছে সরকার

২০২৫ জানুয়ারি ০২ ১৬:২১:১৭
২৪’র গণঅভ্যুত্থানের ছবি-ভিডিও চেয়েছে সরকার

ডুয়া নিউজ: জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ছবি, ভিডিও ফুটেজ এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করছে স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে গঠিত একটি বিশেষ সেল। এই সেলটি ১৫ ফেব্রুয়ারির মধ্যে জনগণকে এসব তথ্য জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।

সম্প্রতি, গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের প্রধান ও অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলাম একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন, যেখানে ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঘটিত ঘটনাবলির ছবি, ভিডিও ফুটেজ জমা দেওয়ার জন্য জনগণের কাছে আবেদন করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, এসব তথ্য, যেমন স্থিরচিত্র, ভিডিও ফুটেজ, ডকুমেন্টারি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে বিশেষ সেলের গুগল ড্রাইভ ([email protected]) এ আপলোড করতে হবে। এছাড়া, তথ্যগুলো হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেলের অফিসে পেনড্রাইভে অথবা সরাসরি হস্তান্তর করা যেতে পারে।

গত ২৭ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের এক অফিস আদেশে ‘গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল’ গঠন করা হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে