ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মাদকদ্রব্য বহন ও সেবনের অভিযোগ; জাবির ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

২০২৫ জানুয়ারি ০২ ১০:৪৪:১৬
মাদকদ্রব্য বহন ও সেবনের অভিযোগ; জাবির ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

ডুয়া নিউজ: মাদকদ্রব্য বহন ও সেবনের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

গতকাল বুধবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, প্রক্টরিয়াল টিমের প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর কাছে মাদক দ্রব্য পাওয়ায় তাদেরকে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ, ২০১৮’ অনুযায়ী সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বিষয়টির অধিকতর তদন্ত করার জন্য শহীদ সালাম বরকত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুল হালিমকে সভাপতি করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে ১৫ কর্ম দিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বরথার্টি ফাস্ট নাইটেবিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির অভিযানে মাদক সেবন ও মাদকদ্রব্যসহ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীসহ ঢাবি ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৯ জনকে আটক করে। এর মধ্যে বহিরাগতদের আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে। সেবন ও মাদকদ্রব্যসহ ধরা পড়া অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জাবির বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী হ্রই মুইং স্যাং মারমা ও কৃষ্ণ চন্দ্র বর্মণ এবং বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৫১তম ব্যাচের শিক্ষার্থী মো. শিপন হোসেন, সতীর্থ বিশ্বাস বাঁধন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে