ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আল জাজিরা টিভির সম্প্রচার বন্ধ করল ফিলিস্তিনি কর্তৃপক্ষ

২০২৫ জানুয়ারি ০২ ০৯:৫৩:৪৭
আল জাজিরা টিভির সম্প্রচার বন্ধ করল ফিলিস্তিনি কর্তৃপক্ষ

ডুয়া ডেস্ক: ফিলিস্তিনি কর্তৃপক্ষ কাতারের আল জাজিরা টিভির সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করেছে। তাদের অভিযোগ, টিভিটি "উস্কানিমূলক উপাদান" সম্প্রচার করছে।

তবে গাজা ভূখণ্ডে এই সিদ্ধান্ত কার্যকর হবে না। কারণ গাজা হামাস দ্বারা শাসিত এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ সেখানে কোনও ক্ষমতা প্রয়োগ করতে পারে না।

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা বুধবার জানিয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কৃতি, স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রীরা যৌথভাবে আল জাজিরার সম্প্রচার বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছেন।

তাদের দাবি, কাতারভিত্তিক এই চ্যানেলের সম্প্রচারের উপাদান "প্রতারণামূলক এবং উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে"।

সিদ্ধান্তটি সাময়িক হলেও তা কবে পর্যন্ত বলবৎ থাকবে তা স্পষ্ট নয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষ সম্প্রতি ইসলামিক ও সশস্ত্র সংগঠনগুলির খবর কভারেজের জন্য আল জাজিরাকে সমালোচনাও করেছে।

আল জাজিরা এই আদেশকে “অধিকৃত অঞ্চলে চলমান ঘটনা রিপোর্ট থেকে বিচ্যুত করার প্রচেষ্টা” বলে অভিযোগ করেছে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে।

প্রসঙ্গত, এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী আল জাজিরার ব্যুরোতে হামলা চালিয়ে এটি বন্ধ করার চেষ্টা করেছে এবং দেশটিতে বিভিন্ন সময় আল জাজিরার কার্যক্রম নিষিদ্ধ করেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে