ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের নজিরবিহীন রেকর্ড

২০২৪ ডিসেম্বর ০৬ ১৫:০৭:৪৯
সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের নজিরবিহীন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুদণ্ড দেওয়ার হিড়িক। একের পর এক মৃত্যুদন্ড কার্যকর হয়েই চলছে দেশটি। সর্বশেষ এ বছর দেশটিতে কার্যকর করা হয়েছে তিন শতাধিক লোকের মৃত্যুদণ্ড।

এএফপির প্রতিবেদন অনুযায়ী, সবশেষ গত মঙ্গলবার চারজনকে মৃত্যুদণ্ড দেওয়ার মধ্য দিয়ে দেশটিতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, মাদক চোরাচালানের মামলায় তিনজনকে ও হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ নিয়ে চলতি বছর সৌদিতে ৩০৩ জনকে মৃত্যুদণ্ড দিল দেশটির সরকার।

সৌদি বার্তা সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, গত সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশটিতে ২০০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর দুই মাসে এ সংখ্যা ৩০০ ছাড়াল।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ২০২৩ সালের তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে বিশ্বে সৌদি আরবের অবস্থান তৃতীয়।

তারিক/

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে