ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

অবসানের পথে ফার্মাসিস্ট-টেকনোলজিস্টদের ২২ বছরের বঞ্চনা

২০২৫ জানুয়ারি ০২ ০৯:২৭:০১
অবসানের পথে ফার্মাসিস্ট-টেকনোলজিস্টদের ২২ বছরের বঞ্চনা

ডুয়া নিউজ: মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের বেতন স্কেল ও পদমর্যাদা বৃদ্ধির দাবি প্রায় ২২ বছর ধরে ঝুলে রয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা এবং বেতন স্কেল বৃদ্ধির দাবি ওঠার পর থেকে এই পেশার সাথে যুক্ত মানুষগুলো তাদের ন্যায্য অধিকার পেতে সোচ্চার হয়ে উঠেছেন। দীর্ঘ এ সময়ে, অন্যান্য ডিপ্লোমাধারী পেশাজীবীরা দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা লাভ করলেও টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা অব্যাহতভাবে বঞ্চিত থেকে গেছেন।

বিডিএইচটিএ এবং বিডিপিএর পক্ষ থেকে ২০০২ সালে বিএনপি সরকারের প্রধানমন্ত্রীকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মতো দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা ও বেতন স্কেল বৃদ্ধির আবেদন জানানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সেই বছরের ১৭ জানুয়ারি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তৎকালীন সংস্থাপন (বর্তমানে জনপ্রশাসন) সচিবকে নির্দেশ দেওয়া হয়। সেই সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ও তাদের চাকরি দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা ও বেতন স্কেল উন্নীত করার প্রস্তাব করে। কিন্তু সেই সুপারিশ ২০ বছরেও কার্যকর করা হয়নি, ফলে চিকিৎসা খাতের এ গুরুত্বপূর্ণ পেশাগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা বৈষম্যের শিকার হন।

সম্প্রতি ক্ষমতার পরিবর্তনের পর, টেকনোলজিস্টরা আবারও তাদের দাবি বাস্তবায়নে সোচ্চার হয়। এর প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সভায় জনপ্রশাসন, অর্থ, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ এই বিষয়টি নিয়ে আশাবাদী, তারা অতীতের ভুলভ্রান্তির সংশোধন এবং ন্যায্য দাবি বাস্তবায়নের আশা পোষণ করছেন। এর মাধ্যমে দীর্ঘ ২২ বছরের অবৈধ বঞ্চনার অবসান ঘটবে এবং স্বাস্থ্য খাতে আরো কার্যকরী ও উন্নত সেবা প্রদানের পথ সুগম হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে