ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বর্ণিল আয়োজনে আরব আমিরাতে নববর্ষ বরণ

২০২৫ জানুয়ারি ০১ ১৭:২৩:৪১
বর্ণিল আয়োজনে আরব আমিরাতে নববর্ষ বরণ

প্রবাস ডেস্ক: দুবাই ও আবুধাবিতে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুর্জ খলিফা, ডাউনটাউন, দুবাই শপিং ফেস্টিভ্যাল, আটলান্টিস, দ্য পাম, বুর্জ আল আরব এবং ব্লুওয়াটার্স দ্বীপের মতো বিভিন্ন জায়গায় এই উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাত ১২টায়, বুর্জ খলিফার নির্মাতা প্রতিষ্ঠান ইমমার প্রপার্টিস এক মনোমুগ্ধকর আতশবাজির আয়োজন করে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ অংশ নেয়। ঠিক রাত ১২টার সময় মিউজিকের সুরে সবাই একসাথে নাচতে শুরু করে।

বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানি, ভারতীয় এবং অন্যান্য বিদেশি পর্যটকরা বুর্জ খলিফার পাদদেশে বসে আতশবাজির উৎসবে মুগ্ধ হন।

দুবাইয়ে রয়েছে মানুষের তৈরি বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ এবং এটি বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর। এই নববর্ষ উদযাপনের অংশ হিসেবে নতুন একটি রেকর্ডও গড়া হয়। পাম জুমেইরাহ ও ‘দ্য ওয়ার্ল্ড’ দ্বীপের আকাশে সতেজ আতশবাজির ঝলক দেখা যায়।

নববর্ষ উপলক্ষে ১ জানুয়ারি এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয় এবং আমিরাতের সব শহরকে বিশেষভাবে সাজানো হয়। দুবাই শহরের প্রধান সড়ক এবং সুউচ্চ বিল্ডিংগুলোতে বেলুন ও বিভিন্ন ধরনের বাতি দিয়ে সাজানো হয়, যা ছিল দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ।

এছাড়া, বড় বড় শপিং মলগুলোতে উৎসবের আমেজ ছিল চোখে পড়ার মতো। মূলত বিদেশি পর্যটকদের আকর্ষণ করার জন্যই এসবের আয়োজন ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে