ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

কার্জন হল এলামনাই এসোসিয়েশন টরন্টো শাখার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

২০২৪ নভেম্বর ৩০ ০৭:০৬:৪৪
কার্জন হল এলামনাই এসোসিয়েশন টরন্টো শাখার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল এলামনাই এসোসিয়েশন, টরন্টো এর উদ্যোগে ও কানাডা ব্লাড সার্ভিসেস স্কারবোরো’র ব্যবস্থাপনায় গত ৯ নভেম্বর শনিবার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। মহত এই উদ্যেগে কার্জন হল এলামনিদের স্বতস্ফুর্ত অংশগ্রহন ছিল উৎসাহব্যঞ্জক। রক্তদান কর্মসূচিতে অতিথি হিসাবে স্কারবোরো সাউথইস্ট এমপিপি সম্মানিত ডলি বেগম উপস্থিত ছিলেন। কানাডা ব্লাড সার্ভিসেস স্কারবোরো এই কর্মসূচি বাস্তবায়ন করেন।

কার্জন হল এলামনাই এসোসিয়েশন এর সামাজিক এই উদ্যোগে বিপুল সংখ্যক কার্জনিয়ান এর উপস্থিতি সার্বিকভাবে আয়োজনটিকে উৎসবমুখর করে তোলে। সম্মানিত এমপিপি ডলি বেগম উপস্থিত থেকে এইরকম মানবিক কর্মসূচির প্রশংসা করেন এবং তা অব্যহত রাখার তাগিদ দেন। যাতে করে প্রবাসেও কমিউনিটির সবাই বেশি করে জনকল্যানমূলক কাজে অংশগ্র্রহন করেন।

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহাইমেন অন্তুু, আজিজুর রহমান দিপু, মাসুম রহমান, তৌফিক আজিজ মিলন, রাফে আক্তার ডলি, গোলাম সারোয়ার, মোস্তফা কামাল আজিম, কেয়া পারভিন, সাইদা সুলতানা মুক্তা, ফকরুদ্দিন মাসুদ, আবুল হাশেম, আদনান পারভেজ রানা, মোহাম্মদ ইলিয়াস, মহিউদ্দিন ভুঁইয়া মহিন, হোসেইন তাহসিন বিন এনায়েত সহ আরো অনেকে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল এলামনাই এসোসিয়েশন, টরন্টো বছরব্যপী নানা আয়োজন করে থাকে। পাশাপাশি মানবিক সহায়তায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করে থাকে। যা বাঙালি কমিউনিটিতে আরো আনেক সংগঠনের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

আসিফ/

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর



রে